উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬

Published : ১৮:৩০, ২২ অক্টোবর ২০২৫
উগান্ডায় ঘটেছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬ জন মানুষ। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে দেশটির ব্যস্ততম ক্যাম্পালা–গুলু মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশের তথ্যমতে, এতে বহু মানুষ আহত হয়েছেন এবং আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বিবিসি জানায়, রাত স্থানীয় সময় প্রায় ১২টা ১৫ মিনিটে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ধাক্কায় আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে এবং একাধিক যানবাহন উল্টে যায়। ঘটনাস্থলেই বহু যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৬৩ জন বলে ধারণা করা হলেও পরে তা সংশোধন করে ৪৬ জনে নামানো হয়। পুলিশ জানায়, যাদের মৃত মনে করা হয়েছিল তাদের মধ্যে কয়েকজন অচেতন ছিলেন এবং পরবর্তীতে চিকিৎসা দেওয়ার পর তারা জীবিত আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আহতদের দ্রুত পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানডঙ্গোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে উগান্ডা পুলিশ।
আঞ্চলিক পুলিশ মুখপাত্র জুলিয়াস হাকিজা এক বিবৃতিতে বলেন, “একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটে, এতে মোট চারটি যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।”
দুর্ঘটনার ঘটনায় উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারপ্রতি প্রায় এক লাখ ৭৪ হাজার টাকা এবং আহতদের ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
উগান্ডা পুলিশের তথ্যমতে, ক্যাম্পালা–গুলু মহাসড়ক দেশটির অন্যতম ব্যস্ত রুট, যেখানে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেক এবং চালকদের অবহেলাই এমন দুর্ঘটনার মূল কারণ।
সাম্প্রতিক বছরগুলোতে উগান্ডায় সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিডি/এএন