জাহানারার অভিযোগে বিসিবির প্রতি আস্থা রাখছেন মাশরাফি

জাহানারার অভিযোগে বিসিবির প্রতি আস্থা রাখছেন মাশরাফি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৩, ৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ এনে পুরো ক্রিকেট অঙ্গনকে নাড়িয়ে দিয়েছেন।

তার এই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিসিবি জানিয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।

এই ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি আশা প্রকাশ করেছেন, বিসিবির গঠিত তদন্ত কমিটি যেন সম্পূর্ণ স্বাধীনভাবে এবং কোনো ধরনের প্রভাব ছাড়াই তদন্ত কার্যক্রম সম্পন্ন করে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লেখেন, “বাংলাদেশের ক্রিকেট এবং গোটা ক্রীড়াঙ্গনের বৃহত্তর স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করবে—এটাই আমার প্রত্যাশা। আমি আশা করি, তদন্ত কমিটি প্রভাবমুক্তভাবে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।”

তার এই বক্তব্যে ক্রিকেটভক্ত ও ক্রীড়া বিশ্লেষকদের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। অনেকের মতে, দেশের ক্রিকেটে একজন সিনিয়র ক্রিকেটারের এই স্পষ্ট অবস্থান ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement