কুয়াশা বাড়ছে, তাপমাত্রা কমছে: আবহাওয়া অফিস

কুয়াশা বাড়ছে, তাপমাত্রা কমছে: আবহাওয়া অফিস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০২, ৬ নভেম্বর ২০২৫

কার্তিক মাসের শেষ প্রান্তে এসে বাংলার প্রকৃতিতে ধীরে ধীরে শীতের আগমনী বার্তা ধরা দিচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে ভোরের দিকে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা হাওয়া, আর কোথাও কোথাও দেখা মিলছে কুয়াশার পাতলা চাদর।

আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, এ সময় থেকেই দেশের কিছু এলাকায় ভোরবেলায় হালকা কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল আকারে লঘুচাপে পরিণত হয়ে এখন কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছে। এর ফলে দেশের বেশির ভাগ অঞ্চলই এখন বৃষ্টিশূন্য, এবং আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনাও খুবই কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, “আগামীকাল (আজ) থেকেই দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে যাবে। কয়েক দিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ধীরে ধীরে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং নদী অববাহিকার এলাকাগুলোতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়তে পারে।”

দেশের অধিকাংশ এলাকায় গত কয়েক দিনে বৃষ্টির দেখা মেলেনি। শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে সামান্য বৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র ৬টিতে বৃষ্টি রেকর্ড করা হয়। চট্টগ্রামে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার এবং সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চাঁদপুরে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য সব অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মূলত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

সব মিলিয়ে, আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিতে স্পষ্ট—বাংলার আকাশে ধীরে ধীরে শীতের স্পর্শ আসতে শুরু করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement