জাহানারার অভিযোগে নড়েচড়ে বসেছে বিসিবি

জাহানারার অভিযোগে নড়েচড়ে বসেছে বিসিবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৮, ৭ নভেম্বর ২০২৫

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ক্রিকেটে একের পর এক আলোচনার জন্ম দিচ্ছেন পেসার জাহানারা আলম। কয়েক দিন আগেই জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া নানা অজানা ঘটনার কথা প্রকাশ করেছিলেন তিনি।

এবার আরও গুরুতর এক অভিযোগ তুলেছেন বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা এই অভিজ্ঞ ক্রিকেটার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ ও ম্যানেজারসহ কয়েকজন কর্মকর্তার কাছ থেকে যৌন হেনস্তা ও অনৈতিক আচরণের শিকার হয়েছেন তিনি।

এই সংবেদনশীল বিষয়টি সামনে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং অভিযোগের সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদনসহ সুপারিশ জমা দিতে হবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতোমধ্যে তদন্ত কার্যক্রমের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন।

গণমাধ্যমের হাতে আসা তথ্য অনুযায়ী, এসব পদক্ষেপের মধ্যে রয়েছে—

১. বিসিবির সিইওকে জানাতে হবে, তিনি ভুক্তভোগীর কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পেয়েছিলেন কি না এবং কবে পেয়েছিলেন।
২. যদি অভিযোগ পাওয়া যায়, তবে কেন সে বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে।
৩. অভিযুক্ত কেউ যদি এখনো বিসিবির দায়িত্বে থাকেন, তবে তাদের অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে।
৪. সিইওকে লিগ্যাল টিমের সহযোগিতায় দুই সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করে অগ্রগতির প্রতিবেদন বোর্ডে জমা দিতে হবে।
৫. তদন্তের পর সিইও ভুক্তভোগীকে প্রয়োজন হলে আইনি সহায়তার পরামর্শ দেবেন।
৬. ক্রিকেট অপারেশন্স ও নারী উইং একসঙ্গে বসে নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার বর্তমান ব্যবস্থা পর্যালোচনা করবে এবং দুই সপ্তাহের মধ্যে বোর্ডে প্রতিবেদন দেবে।

এরই মধ্যে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিসিবি এক বিবৃতি দিয়েছে, যেখানে বিষয়টি নিয়ে বোর্ডের অবস্থান স্পষ্ট করা হয়। বিবৃতিতে বলা হয়,
“বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক জাতীয় নারী ক্রিকেট দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বিসিবি সব সময় তার খেলোয়াড় ও কর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক এবং পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

বিবৃতিতে আরও বলা হয়, তদন্ত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে অনুমাননির্ভর মন্তব্য বা প্রতিবেদন থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে, যাতে তদন্ত কার্যক্রম কোনোভাবেই প্রভাবিত না হয়।

নারী ক্রিকেটে এই ঘটনাটি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই জাহানারার সাহসের প্রশংসা করছেন, আবার কেউ কেউ দাবি তুলছেন— বিসিবির উচিত দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান নিশ্চিত করা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement