আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস-এর অংশগ্রহনে নতুন মাত্রা পেতে যাচ্ছে বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন ২০২৫
Published : ১৪:৫৯, ৭ নভেম্বর ২০২৫
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস, বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন ২০২৫-এ অংশগ্রহণ করছে।
৬ নভেম্বর ২০২৫, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অনুষ্ঠিত হতে যাচ্ছে। আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস-এর অংশগ্রহন আন্তর্জাতিকভাবে সমাদৃত এই প্রদর্শনীটিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সবাই।
এই প্রদর্শনীতে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস উপস্থাপন করবে উদ্ভাবনী এবং পরিবেশবান্ধব প্রযুক্তির অভিনব সব পণ্য, যা বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (EV) ইকোসিস্টেমকে এগিয়ে নিতে অগ্রগামী ভুমিকা রাখবে।
প্রদর্শনীটিতে আগত অতিথিদের জন্য আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস উপস্থাপন করবে:
• উন্নত লিথিয়াম ব্যাটারি প্রযুক্তি
• ইলেকট্রিক চার চাকার যানবাহন ও ট্রাক
• চার্জিং স্টেশন এবং ব্যাটারি সোয়াপিং স্টেশন
• ইলেকট্রিক তিন চাকার ট্রাক ও মিশুক
• আধুনিক দুই চাকার ইভি
• হোম এনার্জি স্টোরেজ সিস্টেম
• উদ্ভাবনী সোলার ব্লাইন্ড, সোলার গ্লাস ও সোলার প্যানেল
বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন ২০২৫-এ আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস-এর অংশগ্রহণ বাংলাদেশের টেকসই ও স্বনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার একটি ইঙ্গিত। এর মাধ্যমে দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচন হল।
প্রদর্শনীতে আগত সকল দর্শক আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস-এর উদ্ভাবনী প্রযুক্তি সরাসরি উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, আকিজ ভেঞ্চার গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংস্থাগুলোর মধ্যে অন্যতম। উদ্ভাবন ও টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতির সঙ্গে পরিচালিত আকিজ ভেঞ্চার গ্রুপ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে নিত্য নতুন ভোক্তা ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ অব্যাহত রাখছে।
বিডি/এএন

































