ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাঙ্গা সীমান্তে নারী আটক

ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাঙ্গা সীমান্তে নারী আটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪৩, ১৬ ডিসেম্বর ২০২৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুসী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাঘাডাঙ্গা বিজিবি পোস্টের টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ওই নারীকে আটক করে।

উল্লেখ্য, একই সময়ে মেদিনীপুর ও উথলী বিজিবি পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে আসামিবিহীন ৭৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবির সহকারী পরিচালক মুসী ইমদাদুর রহমান জানান, আটক ওই নারীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কেন্দ্রে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, সীমান্তে নিয়মিতভাবে টহল ও অভিযান চালিয়ে আইনবিরোধী কর্মকাণ্ড রোধে বিজিবি সক্রিয় ভূমিকা রাখছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement