অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, পরাজিত শক্তি পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরির লক্ষ্যেই একের পর এক গুপ্তহত্যার ঘটনা ঘটানো হচ্ছে। তিনি দাবি করেন, শুধু হত্যাকাণ্ডই নয়, আরও অনেককে গুপ্তহত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এই ধরনের গুপ্তহত্যা কারা করে, তা সবারই জানা। দুই দিন আগেই শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে পরাজয়ের আগে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল।
আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, একই কৌশলে পরাজয়ের পর নিষিদ্ধ আওয়ামী লীগ এখন দেশকে নেতৃত্বহীন করার উদ্দেশ্যে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। আসিফ মাহমুদ বলেন, সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বেশি সক্রিয় ও কঠোর হওয়া প্রয়োজন।
বিশেষ করে যখন একটি নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে, তখন বাড়তি সতর্কতা জরুরি। অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আগে দেখা গেছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সন্ত্রাসী, মাফিয়া ও গ্যাংস্টারদের গ্রেপ্তার করে কারাগারে রাখা হতো। কারণ তারা বাইরে থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার আশঙ্কা থেকেই যায়।






























