ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যদি দেশে থাকতেন এবং সুস্থ অবস্থায় থাকতেন, তবে বিজয় দিবসের দিনে অন্য সাধারণ মানুষদের মতোই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন।
তবে বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিছানায় সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তবুও শহীদ বেদীতে ওসমান হাদির নামে একটি পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় স্মৃতিসৌধে নিজ নামের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন নেতাকর্মী, যাদের হাতে ছিল “উই আর হাদি” লেখা পোস্টার ও প্ল্যাকার্ড। তারা collectiveভাবে ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে এই আয়োজনকে 더욱 প্রভাবশালী করেছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে ফেরার পথে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
তার উন্নত চিকিৎসার জন্য সরকার তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে। এই কারণে তিনি নিজ হাতে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে সক্ষম হননি, তবে তার জন্য আলাদাভাবে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়েছে।






























