আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, নারীসহ ধরা ৬

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, নারীসহ ধরা ৬ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৩, ১৬ ডিসেম্বর ২০২৫

সিলেটে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় হোটেলটি সিলগালা করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার ‘অতিথি হোটেল’-এর তৃতীয় তলায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন শ্যামল চন্দ্র দেব (৩৫), হাবিবুর রহমান (৩৫), বুরহান উদ্দিন (২২), নাছিমা বেগম (২৮), সালমা বেগম (২৭) এবং জাকিয়া আক্তার সুমা (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, একই সঙ্গে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আবাসিক ‘অতিথি হোটেল’টি সিলগালা করা হয়েছে।

ডিসি সাইফুল ইসলাম বলেন, জনস্বার্থ ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নগরজুড়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো ধরনের অসামাজিক কিংবা অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement