টেলিভিশন পর্দায় দীর্ঘদিন ধরে আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন জয় ভানুশালী ও মাহি বিজ। বছরের পর বছর সংসার জীবনের উদাহরণ হয়ে থাকা এই তারকা জুটি চলতি বছরের শুরুতেই নিজেদের সম্পর্কে ইতি টানার ঘোষণা দেন। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মাহি।
এবার বিতর্কের সূত্রপাত হয়েছে সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে মাহির একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে। সম্প্রতি নাদিমের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন মাহি, আর ছবির সঙ্গে দেওয়া ক্যাপশন ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
পোস্টে মাহি নাদিমকে তার ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, তিনি শুধু বন্ধু নন, বরং তার স্বস্তি, শক্তি ও পরিবারের অংশ। মাহির ভাষায়, নাদিমের কাছে তিনি নিজের মতো করেই থাকতে পারেন এবং তাদের আত্মা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
এমন আবেগঘন বক্তব্য প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কুমন্তব্য ছুড়ে দিয়ে বিচ্ছেদের জন্য মাহিকেই দায়ী করছেন। বিশেষ করে জয় ভানুশালীর ‘ভদ্র, পারিবারিক মানুষ’ হিসেবে পরিচিত ভাবমূর্তির কারণে অনেকেই প্রশ্ন তুলছেন—নাদিমের সঙ্গে সম্পর্কই কি জয়-মাহির দীর্ঘ দাম্পত্য জীবনে ফাটল ধরার কারণ?
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন বছরের শুরুতেই এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি স্পষ্ট করেছিলেন, তাদের বিচ্ছেদের পেছনে কোনো ‘ভিলেন’ বা নেতিবাচক ঘটনা নেই। তারা দুজনেই জানিয়েছিলেন, তিন সন্তানের স্বার্থে এবং বহু বছরের বন্ধুত্বের টানে বিচ্ছেদের পরেও পরস্পরের পাশে থাকার প্রতিশ্রুতি তারা ধরে রাখবেন।

































