দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শীতের তীব্রতা কমার তেমন কোনো ইঙ্গিত আপাতত দেখা যাচ্ছে না।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উত্তর-পূর্ব শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করা নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করেছে। এরপর এটি ক্রমশ দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপে এবং পরে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে গুরুত্বহীন অবস্থায় রয়েছে। তবে এর একটি বর্ধিতাংশ এখনও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলের ওপর অবস্থান করছে।
এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্যদিকে দেশের বাকি এলাকায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রাও সারাদেশে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের আটটি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে।
আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

































