জামায়াত আমিরের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৮, ২৯ জানুয়ারি ২০২৬

রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসোলার এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

বৈঠক চলাকালে উভয় পক্ষ বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শিল্প ও বাণিজ্য খাতের বর্তমান অবস্থা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সম্ভাব্য রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক ইস্যু নিয়ে মতবিনিময় হয়।

এদিকে বৈঠক শেষ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুক্তরাষ্ট্র সব বাংলাদেশি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং সেই লক্ষ্যেই তারা ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখতে চায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement