জুলাই সনদ স্বাক্ষরের আগে তিন দাবি এনসিপির

জুলাই সনদ স্বাক্ষরের আগে তিন দাবি এনসিপির ছবি: বিজনেস ডেইলি

রিয়াদ হোসেন

Published : ১৩:০২, ১৬ অক্টোবর ২০২৫

জুলাই সনদ স্বাক্ষরের আগে তিন দাবি এনসিপির

১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 'টেক্সট' এবং গনভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে। 

২. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস জারি করবেন। 

৩. গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে 'নোট অব ডিসেন্ট' এর কোনো কার্যকরিতা থাকবে না।  গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত Constituent Power বলে সংবিধান সংস্কার করবে। সংস্কারকৃত সংবিধানের নাম হবে - বাংলাদেশ সংবিধান, ২০২৬।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement