বিএনপি-জামায়াতের মধ্যে শক্ত লড়াই হবে: জয়নুল আবদিন
Published : ০১:৫৪, ২৪ অক্টোবর ২০২৫
আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নেই। দেশে রাজনৈতিক পরিমণ্ডলে এখন প্রধান লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামী দলের মধ্যে।
পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক উল্লেখ করেছেন, “আমরা হলাম ভাই ভাই।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নোয়াখালীর সেনবাগ বাজারে বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। জয়নাল আবেদীন ফারুক বলেন, “জামায়াতে ইসলামী আমাদের বন্ধু ছিল। তারা দেশের রাজনীতিতে অনেক সময় অত্যাচারিত হয়েছে। কিন্তু আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তারা দেশে বৈষম্য সৃষ্টি করছে। আমরা যেটি চাই, তারা তার উল্টো করছে। আমরা চাই ভোট অনুষ্ঠিত হোক, তারা চায় পার্টি রেজিস্ট্রেশন (পিআর) নিয়ে জটিলতা।”
তিনি আরও বলেন, “দেশে একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার কারণে আমি তাদের বিরোধী অবস্থান নিয়েছি। যদি জামায়াত কোনোভাবে দেশের স্বার্থ বহির্ভূত কাজ করে, তখন বিএনপি অবশ্যই তার প্রতিবাদ করবে।”
এই রাজনৈতিক লড়াইয়ে পুরুষ ও নারীদের একসঙ্গে অংশ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, “এই লড়াইয়ে আমি জয়ী হয়েছি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন, তার অনুপস্থিতি থাকা সত্ত্বেও তার প্রেতাত্মা এখনও দেশে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে।”
বিডি/এএন


































