মা-মেয়ে হত্যা, ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ না থাকায় গ্রেপ্তারে বেগ পুলিশ

মা-মেয়ে হত্যা, ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ না থাকায় গ্রেপ্তারে বেগ পুলিশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩১, ৯ ডিসেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ (৫০) ও তার মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিয়া (নবম শ্রেণি) হত্যার প্রধান অভিযুক্ত গৃহকর্মী ‘আয়েশা’ এখনও পলাতক রয়েছেন।

পুলিশের ধারণা, তার প্রকৃত নাম, ঠিকানা এবং কোনো ধরনের ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকায় তাকে শনাক্ত ও গ্রেপ্তারে সমস্যা তৈরি হচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে মা-মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যার ঘটনার চার দিন আগে ওই ফ্ল্যাটে অস্থায়ীভাবে কাজ শুরু করা আয়েশা নাফিসার স্কুল ইউনিফর্ম পরে বাসা থেকে বেরিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ রয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি, ফলে প্রযুক্তিগতভাবে তাকে ট্র্যাক করা কঠিন হয়ে পড়েছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “আয়েশার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। আশপাশের বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা অচল। ফলে সে কোন পথে পালিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

তিনি আরও জানান, অভিযুক্তের আগের অপরাধমূলক কার্যক্রমের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এসি মামুন বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি খুব দ্রুত তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, হত্যার প্রকৃত উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, “আমরা অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চালাচ্ছি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে বিস্তারিত তথ্য জানা যাবে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement