ফখরুলকে বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের

ফখরুলকে বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক

Published : ২০:১৫, ১৪ জুলাই ২০২৪

চিকিৎসকদের পরামর্শে কিছুদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্রামে থাকতে হবে।

এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয় জানতে চাইলে শায়রুল বলেন, গত ১০ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। ওই সময় তার এনজিওগ্রাম করা হয়।

গত ১১ তারিখে তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এনজিওগ্রামের রিপোর্ট ভালো এলেও চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement