বিপিএল ১২ আসরে কোন দলের ক্যাপ্টেন কে

বিপিএল ১২ আসরে কোন দলের ক্যাপ্টেন কে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৬, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের ক্রিকেটপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের।

দেশের সবচেয়ে জনপ্রিয় ও জাঁকজমকপূর্ণ এই ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আসরের প্রথম ম্যাচ। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে, যা টুর্নামেন্টকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

চলতি আসরে সিলেট টাইটান্সের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগের আসরে খুলনা টাইটান্সের হয়ে অধিনায়কত্ব করে দলকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্স ও নেতৃত্বগুণের ওপর আস্থা রেখে সরাসরি চুক্তিতে এবার তাকে দলে ভেড়ায় সিলেট।

অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনিও সরাসরি চুক্তিতে রাজশাহীর জার্সিতে খেলছেন। গত আসরে তিনি ফরচুন বরিশালের হয়ে মাঠে নেমেছিলেন এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এবারের বিপিএলে অংশ নেওয়া ছয়টি দলের অধিনায়করা হলেন—

ঢাকা ক্যাপিটালস: মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক ও ব্যাটার)
রংপুর রাইডার্স: নুরুল হোসেন সোহান (উইকেটরক্ষক ও ব্যাটার)
রাজশাহী ওয়ারিয়র্স: নাজমুল হোসেন শান্ত (ব্যাটার)
চট্টগ্রাম রয়েলস: শেখ মাহেদী (অলরাউন্ডার)
সিলেট টাইটান্স: মেহেদী হাসান মিরাজ (অলরাউন্ডার)
নোয়াখালী এক্সপ্রেস: সৈকত আলী (অলরাউন্ডার)

তারকা খেলোয়াড়, নতুন নেতৃত্ব ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা নিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএল ১২। ক্রিকেটপ্রেমীদের নজর এখন মাঠের লড়াইয়ে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement