মিরাজ স্পষ্ট করলেন, আয়ের ২৫% ট্যাক্স সরকারি খাতেই যায়

মিরাজ স্পষ্ট করলেন, আয়ের ২৫% ট্যাক্স সরকারি খাতেই যায় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০০, ১৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের ক্রিকেটারদের আয় সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে বিসিবির পরিচালক নাজমুল ইসলামের সঙ্গে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। নাজমুল ইসলামের মন্তব্যের জবাবে বিপিএলের চলাকালীন সময়ে দেশের ক্রিকেটাররা বিপর্যয়সঙ্কেত হিসেবে খেলার বয়কট ঘোষণা করেছেন।

এ প্রসঙ্গে মেহেদী হাসান মিরাজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানান, ক্রিকেটাররা সরকার থেকে কোনো অর্থ গ্রহণ করেন না, বরং তাদের আয় থেকে ২৫ শতাংশ কর সরকারকে প্রদান করতে হয়।

মিরাজ বলেন, ‘বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে আমরা সরকারের টাকায় খেলি, কিন্তু আসলে সেটা সত্য নয়। আমরা মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আয় করি এবং স্পন্সর থেকে অর্থ গ্রহণ করি। আমাদের খেলার কারণে এই আয় আসে। কোনোভাবেই আমরা সরকারের অর্থাভাবে জীবনধারণ করি না। বরং আমরা সরকারকে নিয়মিত কর দিয়ে থাকি।’

তিনি আরও বলেন, ‘যখন আমরা খারাপ খেলি, তখন দর্শকরা অভিযোগ করে, আমাদের টাকায় খেলা হচ্ছে কিন্তু ফলাফল আসছে না। আমি বহুবার এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তাই এটা স্পষ্ট হওয়া উচিত যে ক্রিকেটাররা স্বনির্ভর এবং তাদের আয় যথাযথ উৎস থেকে আসে।’

এর আগে ১৪ জানুয়ারি রাতে এক সংবাদ সম্মেলনে নাজমুল ইসলাম মন্তব্য করেন, ‘বিশ্বকাপ না খেললে বিসিবির ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ ম্যাচ ফি তারা পাবেন। বোর্ডের লাভ-ক্ষতি এখানে আসে না।’

তিনি আরও প্রশ্ন তুলেন, ‘বিশ্বকাপে পারফরম্যান্স অনুযায়ী বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ প্রদানের যুক্তি কী?’ এছাড়াও নাজমুল বলেন, ‘আমরা তাদের জন্য কোটি কোটি টাকা খরচ করি, কিন্তু তারা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা কোনো বৈশ্বিক কাপ জয় করতে পারিনি।’

নাজমুল ইসলামের এই মন্তব্যের পর ক্রিকেটারদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) একাধিকবার সংবাদ সম্মেলনে তার পদত্যাগের দাবি তুলেছে। শেষ পর্যন্ত বিপিএলের ম্যাচ বয়কট ঘোষণা করা হয়।

বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে বিসিবির পক্ষ থেকে; তারা এম নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। তবে এখন পর্যন্ত তিনি পদত্যাগের কোনো ঘোষণা দেননি। ফলে ক্রিকেটাররা তাদের অবস্থান কঠোরভাবে বজায় রেখেছেন।

বর্তমানে বিসিবি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পথে এগোচ্ছে এবং এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যের বিষয়ে প্রক্রিয়া চলমান। তবে তাঁর ভবিষ্যত কী হবে, তা পুরো ক্রিকেটাঙ্গনের নজর কেন্দ্রে রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement