সব ধরনের খেলা বর্জনের পথে ক্রিকেটাররা

সব ধরনের খেলা বর্জনের পথে ক্রিকেটাররা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৭, ১৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র অসন্তোষের কারণে ক্রিকেটাররা নাজমুলের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন বৃহস্পতিবার হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।

মিথুন বলেন, ‘আমরা খেলা নিয়ে আপত্তি করি না, তবে সবকিছুরই একটি সীমা আছে। নাজমুল ইসলাম ক্রিকেটের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেননি এবং একের পর এক বিতর্কিত মন্তব্য করে ক্রিকেটকে এবং সংশ্লিষ্ট অন্যান্য সেক্টরকে অপমান করেছেন। এই অবস্থায়, তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা মাঠে নামব না।’

তিনি আরও বলেন, ‘আমাদের এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করা হয়েছে। আমরা সবাই খেলার জন্য আগ্রহী, তবে আমাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে।’

সংবাদ সম্মেলনে ক্রিকেটার নুরুল হাসান সোহানও মন্তব্য করেন, ‘আমরা সবাই খেলতে প্রস্তুত, কিন্তু আমাদের দাবিগুলি পূরণ হওয়ার পরই মাঠে নামব।’

এখনো পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেটারদের এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিসিবি পরিচালকের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের এই কঠোর অবস্থান দেশের ক্রিকেট অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সকলের নজর কেড়ে নিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement