সাকিব প্রসঙ্গে বিসিবির উদ্দেশে তামিম ইকবালের কড়া বার্তা

সাকিব প্রসঙ্গে বিসিবির উদ্দেশে তামিম ইকবালের কড়া বার্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৯, ২৮ জানুয়ারি ২০২৬

ইতালির ক্যালাব্রিয়া, সিসিলি ও সার্ডিনিয়া অঞ্চলে ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে টানা ভারী বৃষ্টি ও একাধিক ভূমিধসের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে সিসিলির নিশেমি শহরে, যেখানে বড় ধরনের ভূমিধসের কারণে অন্তত ১ হাজার ৫০০ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।

ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি জানান, নিশেমি শহরের কেন্দ্রের দিকে ভূমিধস ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় আগে নির্ধারিত ১০০ মিটার নিরাপত্তা বেষ্টনী বাড়িয়ে ১৫০ মিটার করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রাই নিউজের তথ্য অনুযায়ী, ভূমিধসের প্রভাবিত এলাকা প্রায় চার কিলোমিটারজুড়ে বিস্তৃত।

নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাবিও সিসিলিয়ানো বলেন, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ভূমিধসের গতি থামেনি। পরিস্থিতি আরও অবনতি হলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে। তিনি জানান, সাম্প্রতিক কয়েক দিনে নিশেমিতে দুটি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার গভীরতা কিছু জায়গায় ছয় মিটার পর্যন্ত পৌঁছেছে।

এই সংকট মোকাবিলায় ইতালির সরকার জাতীয় জরুরি তহবিল থেকে প্রাথমিকভাবে ১০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে। এই অর্থ ধ্বংসস্তূপ অপসারণ, জরুরি সেবা পুনরায় চালু করা এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার কাজে ব্যয় করা হবে।

এদিকে উত্তর ইতালিতে আরেনজানো ও জেনোয়ার মধ্যবর্তী উপকূলীয় সড়ক ভিয়া অরেলিয়ায় ভূমিধসের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি সার্ডিনিয়া অঞ্চলে ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা আরও ২৪ ঘণ্টার জন্য বাড়ানো হয়েছে। সার্বিকভাবে ইতালির এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement