মালয়েশিয়া ও আঞ্চলিক দেশ মিয়ানমারে শান্তি মিশন পাঠাবে, রোহিঙ্গাদের

Published : ২০:৩৮, ১২ আগস্ট ২০২৫
মালয়েশিয়া ও আঞ্চলিক কয়েকটি দেশ মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদানে যৌথ প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর নিপীড়নের ফলে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশ কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থান করছে, যা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির হিসেবে পরিচিত।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, মিয়ানমারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা তাদের জন্য অগ্রাধিকার। একই সঙ্গে রোহিঙ্গাসহ দুর্ভোগে থাকা মানুষদের দ্রুত মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন।
বর্তমানে আসিয়ান সভাপতির দায়িত্ব পালন করছে মালয়েশিয়া। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গে সমন্বয় করে এই শান্তি মিশনের কার্যক্রম পরিচালনা করবেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভরণপোষণে যে বোঝা সৃষ্টি হয়েছে, তা নিয়ে মালয়েশিয়া গভীর উদ্বিগ্ন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরের সময় দুই দেশ প্রতিরক্ষা, জ্বালানি, শিক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই করেছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন।
পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম নিয়ে তিনটি নোট অব এক্সচেঞ্জ সম্পাদিত হয়।
BD/AN