করদাতাদের ভয়ে নয়, সচেতনতার জন্য বিজ্ঞপ্তি এনবিআরের

Published : ২১:৪১, ১২ আগস্ট ২০২৫
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, করদাতাদের ভীতি সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয়, বরং সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা শূন্য রিটার্ন দিচ্ছেন, তাদের জন্য তা বিপজ্জনক এবং ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে।
চেয়ারম্যান উল্লেখ করেন, বিভিন্ন মাধ্যমে শূন্য রিটার্ন দেওয়ার ভুল পদ্ধতি ছড়িয়ে পড়ছে, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, “যখন অডিট হবে, তখন মিথ্যা তথ্য দিয়ে জবাব দিতে পারবেন না।” তিনি করদাতাদের সতর্ক করে বলেন, অসত্য তথ্য প্রদান করা গুরুতর অপরাধ।
এনবিআর করদাতাদের সুবিধার জন্য অনলাইন রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে কাজ করছে। প্রতিদিন ১০ থেকে ২০ হাজার লোক অনলাইনে ট্যাক্স দিচ্ছেন, যা সচেতনতার একটি গুরুত্বপূর্ণ অংশ।
চেয়ারম্যান স্পষ্ট করেন, “আমরা কাউকে ধমক দিয়ে ট্যাক্স আদায় করি না, নতুন কোনো আইনও হয়নি।” এসময় তিনি এনবিআরে আন্দোলনের পর সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে জানিয়ে গণহারে চাকরিচ্যুতির অভিযোগ অস্বীকার করেন। সীমালঙ্ঘনকারী অফিসারদের শোকজ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, রাজস্ব বিভাগকে মোটিভেট করেই দেশের উন্নয়ন সম্ভব এবং সরকারও তাদের সম্পদ হারাতে চায় না। আন্দোলনের পর নিয়োজিত কর্মীদের প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হচ্ছে, শুধুমাত্র সীমালঙ্ঘনের ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হয়েছে।
অতএব, এনবিআর করদাতাদের ভীতি দেখানোর চেয়ে সচেতন করে সহযোগিতা বৃদ্ধি করাই অগ্রাধিকার দিয়েছে।
BD/AN