জম্মু ও কাশ্মীরের চাশোতিতে মেঘ বিস্ফোরণ,গ্রামে আতঙ্ক ও ক্ষয়ক্ষতি

জম্মু ও কাশ্মীরের চাশোতিতে মেঘ বিস্ফোরণ,গ্রামে আতঙ্ক ও ক্ষয়ক্ষতি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০২, ১৫ আগস্ট ২০২৫

ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চাশোতি গ্রামে বৃহস্পতিবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে চার ফুট উঁচু পাথর-কাদার স্রোত ও অস্বাভাবিক বৃষ্টিপাতে নিচু এলাকার ঘরবাড়ি, পুণ্যার্থীদের অস্থায়ী শিবিরসহ সবকিছু ভেসে যায়। এই আকস্মিক বন্যায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ চাপা পড়ে।

চাশোতিতে মচৈল মাতা মন্দির দর্শনের জন্য কয়েকশো পুণ্যার্থী হাজির ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ শুনে সবাই আতঙ্কিত হন। মাত্র দুই মিনিটের মধ্যে চারপাশে পানি ও কাদা-পাথরের প্রবল স্রোত ছড়িয়ে পড়ে। অনেক পুণ্যার্থী নিরাপদ আশ্রয়ে যেতে না পারায় তাদের মধ্যে অনেকে পানিতে ভেসে গিয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, মেঘ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৬০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এখনও অনেক পুণ্যার্থী নিখোঁজ রয়েছেন। সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

পুণ্যার্থীদের বেঁচে ফেরা সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, স্রোতের মধ্যে কেউ কেউ গাড়ি, বিদ্যুতের খুঁটি বা অন্য কোনো স্থানে আঁকড়ে ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন। তবে প্রচণ্ড স্রোত ও ধ্বংসস্তূপের কারণে অনেকের জীবনের সঙ্গে ঝুঁকি দেখা দিয়েছে। প্রশাসন এবং উদ্ধারকারীরা দ্রুত প্রতিটি স্থানে পৌঁছে নিখোঁজ ও আহতদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

ঘটনাস্থল বর্তমানে বিপর্যস্ত। স্থানীয়রা আশঙ্কা করছেন, পানির স্রোত আরও বৃদ্ধি পেলে ধ্বংসস্তূপের মধ্যে ফাঁকানো মানুষদের উদ্ধারকাজ আরও কঠিন হয়ে যাবে। এই মেঘ বিস্ফোরণ ও আকস্মিক বন্যার ফলে চাশোতি এলাকায় জীবিকার মৌলিক উপকরণও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement