ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দিয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত অনুষ্ঠানে ১০০ মিনিটের বেশি সময় বক্তব্য প্রদান করেন তিনি। এটি ভারতের স্বাধীনতা দিবসে কোনো প্রধানমন্ত্রীর দেওয়া দীর্ঘতম ভাষণ হিসেবে ইতিহাসে নথিভুক্ত হলো।
সংবাদমাধ্যম ভাস্করের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মোদি ৯৮ মিনিট বক্তৃতা দিয়েছিলেন। তার আগে ২০১৬ সালে তিনি ৯৬ মিনিট বক্তব্যের মাধ্যমে রেকর্ড স্থাপন করেছিলেন। ২০১৭ সালে স্বাধীনতা দিবসে সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মাত্র ৫৬ মিনিট কথা বলেছিলেন তিনি। স্বাধীনতা দিবসে মোদির চারবারের বক্তৃতা ৯০ মিনিটের বেশি সময়ের হয়েছে, যথাক্রমে ২০১৯, ২০২০, ২০২৩ এবং ২০২৪ সালে।
মোদির আগে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে সর্বোচ্চ সময় বক্তব্য রাখার রেকর্ড গড়ে ছিলেন জওহর লাল নেহরু ১৯৪৭ সালে ৭২ মিনিটের মাধ্যমে। আই কে গুজরাল ১৯৯৭ সালে ৭১ মিনিট বক্তব্য রেখেছিলেন। ২০১৫ সালে মোদি প্রথমবার নেহরুর রেকর্ড ভেঙে ৮২ মিনিট কথা বলেছেন। অন্যদিকে স্বাধীনতা দিবসে সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্যের রেকর্ড রয়েছে ইন্দিরা গান্ধী ও জওহর লাল নেহরুর নামে। তারা দুজনেই মাত্র ১৪ মিনিট বক্তব্য দিয়েছেন।
এই ভাষণে মোদি দেশের স্বাধীনতা, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি এবং জাতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক প্রতিনিধি ও নাগরিকরা উপস্থিত ছিলেন। ভাষণের দীর্ঘ সময় ও বিষয়বস্তুর ব্যাপ্তি দেশবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।