মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় পুলিশের অভিযান যা মিললো

মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় পুলিশের অভিযান যা মিললো

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৪, ১৫ আগস্ট ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযান পরিচালিত হয় বুনিয়া সোহেলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে। অভিযানে ১৩টি প্রস্তুত ককটেল, ২৫টি আধা প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার বিস্ফোরক, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযানের সময় সন্ত্রাসীরা পুরো এলাকা অন্ধকার করে দেয় এবং বিভিন্ন দরজা, জানালা ও ছাদ ব্যবহার করে পালিয়ে যায়। এলাকা সংকীর্ণ হওয়ায় প্রধান আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত সামগ্রীতে নগদ অর্থ, মাদক এবং সন্ত্রাসী কার্যক্রমের অন্যান্য উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

প্রসঙ্গত, বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদক মামলাসহ মোট ৩৮টি মামলা রয়েছে। এই বছরের শুরুতে তিনি গ্রেপ্তার হন, ছয় মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান এবং পুনরায় ঢাকায় অপরাধমূলক কার্যক্রম শুরু করেন। অভিযানের দুই দিন আগে তার সহযোগীরা জেনেভা ক্যাম্পে একজনকে কুপিয়ে হত্যা করায় ১৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

সেনা কর্মকর্তা জানান, বুনিয়া সোহেল এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে। যৌথ বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে এবং উদ্ধারকৃত সামগ্রী যথাযথভাবে রেকর্ড ও নিরাপদ স্থানে রাখা হয়েছে। নিরাপত্তা ও আইনি ব্যবস্থার অংশ হিসেবে এই অভিযান মাদক ও সন্ত্রাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement