সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্টে বিভ্রান্তিকর তথ্য,

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্টে বিভ্রান্তিকর তথ্য,

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৭, ১৫ আগস্ট ২০২৫

বুধবার (১৩ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধানের নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্য থেকে দূরে থাকার জন্য জনসাধারণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে বলা হয়েছে। আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে, জেনারেল ওয়াকার-উজ-জামানের কোনো ব্যক্তিগত ফেসবুক বা অন্য কোনো সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও তিনি এ ধরনের অ্যাকাউন্ট পরিচালনা করবেন না। সেনাবাহিনী ইতোমধ্যে সংশ্লিষ্ট ভুয়া অ্যাকাউন্টের ব্যবহারকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement