ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে নেই আয়োজন, চলছে ‘কিলার হাসিনা’ গান প্রদর্শন

Published : ১৯:৫০, ১৫ আগস্ট ২০২৫
শুক্রবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে কোনো আনুষ্ঠানিক স্মরণ আয়োজন হয়নি। বরং দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে জুমার নামাজের বিরতির পর বঙ্গবন্ধুর বাড়ির সামনে সাউন্ড বক্সে গান বাজানো শুরু হয়। প্রথমেই শোনা যায় ২০২২ সালে টি-সিরিজ থেকে প্রকাশিত ভারতীয় গান ‘কিলার হাসিনা’। এরপর বাজানো হয় ‘ভালো হয়ে যাও মাসুদ তুমি’, ‘পালিয়ে গেছে কাউয়া কাদের’সহ বিভিন্ন গান। একই সময়ে ডিজিটাল স্ক্রিনে হিন্দি গানের ভিডিও প্রদর্শন করা হয়।
এদিন সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসেন রিকশাচালক আজিজুর। তার তোড়ায় লেখা ছিল, “১৫ আগস্ট জাতীয় শোক দিবস—বঙ্গবন্ধুকে ভালোবাসা থেকে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি।” তবে ফুল দেওয়ার আগে তিনি জনরোষে গণধোলাইয়ের শিকার হন। একইভাবে কয়েকজন শ্রদ্ধা জানাতে এসে চড়-থাপ্পড় ও মারধরের শিকার হয়েছেন। তবে কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের দুই পাশে পুলিশ ব্যারিকেড বসিয়ে দিয়েছে। কেবল সাংবাদিকদের প্রবেশের সুযোগ দেওয়া হয়। দুই পাশে ছাত্রদলসহ বিভিন্ন দলের কর্মীদের অবস্থান লক্ষ্য করা যায়। শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছিলেন।
গুলশান ছাত্রদলের কর্মী তানজীব জানান, তারা এলাকায় শান্তি বজায় রাখতে এবং আওয়ামী লীগের কর্মীদের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি রোধে অবস্থান নিয়েছেন। দু-একজন আওয়ামী লীগ কর্মী এলেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতি বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিনে ধানমন্ডি ৩২ নম্বরকে রাজনৈতিক বিরোধ ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
BD/AN