দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি ধসে পড়ল, উদ্ধারকাজ চলছে

দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি ধসে পড়ল, উদ্ধারকাজ চলছে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২১, ১৫ আগস্ট ২০২৫

ভারতের রাজধানী দিল্লির নিজামউদ্দিন এলাকায় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল ধসে পড়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ধসের ফলে অন্তত ১০ জনের আটকা পড়ার আশঙ্কা করা হয়েছিল। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলার মধ্যে ১২ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ধ্বংসস্তূপের এলাকায় পাঁচটি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকদের সুরক্ষিতভাবে বের করতে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে কাজ করছেন। নিহত বা আহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ হয়নি।

হুমায়ুনের সমাধি একটি ষোড়শ শতাব্দীর সমাধিসৌধ, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এটি মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং ইতিহাসের দিক থেকে গুরুত্বপূর্ণ। সমাধিসৌধের এই অংশ ধসের ফলে প্রায় পুরো কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ধসের কারণ হিসেবে সমাধির পুরনো কাঠামো ও দীর্ঘদিন ধরে কোনো উল্লেখযোগ্য সংস্কারের অভাবকে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও ইতিহাসবিদরা পরিস্থিতি মূল্যায়ন করছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে কারো আটকা থাকার সম্ভাবনা বিবেচনা করে দ্রুততম সময়ে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। ১৫৩০ সালে বাবরের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন। তার সমাধি দিল্লির অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে গণ্য হয়।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement