দেম্বেলে না ইয়ামাল, ব্যালন ডি’অরের শিরোপা কার ভাগ্যে?

দেম্বেলে না ইয়ামাল, ব্যালন ডি’অরের শিরোপা কার ভাগ্যে? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৫

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টায় প্যারিসের ঐতিহাসিক থিয়েটার দ্য শাতলিয়ে-তে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ব্যালন ডি’অর অনুষ্ঠান। এ বছরের শিরোপার দৌড়ে শেষ মুহূর্তে এগিয়ে আছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়ে পিএসজির ইতিহাস গড়ার নায়ক হয়ে ওঠায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

দেম্বেলের মৌসুমী পরিসংখ্যানও চোখে পড়ার মতো , ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যও তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

তবে পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা না জিতত, তাহলে নির্বাচকেরা হয়তো রাফিনহাকেই প্রাধান্য দিতেন। বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে ৫৭ ম্যাচে ৪২ গোল ও ২৫ অ্যাসিস্ট করে বড় অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আলোচনায় আছেন ফুটবলের নতুন বিস্ময় লামিন ইয়ামালও। বয়স কম হলেও ঘরোয়া ট্রেবলে তার অবদান অনন্য- ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট। এবার হয়তো তিনি সেরা উদীয়মান খেলোয়াড়ের বিভাগে জায়গা পাবেন।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় মোহাম্মদ সালাহ, হ্যারি কেইনের মতো তারকারা থাকলেও এবার সবার নজর মূলত দেম্বেলে, রাফিনহা ও ইয়ামালের দিকেই।

ব্যালন ডি’অরের ঘোষণা আজ, আলোচনার শীর্ষে তিন তারকা
এবারের আসর উপস্থাপনা করবেন সাবেক ব্যালন ডি’অরজয়ী রুড গুলিট, তার সঙ্গে থাকবেন ব্রিটিশ সাংবাদিক কেট স্কট।

শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ের হাসি, দেম্বেলে, রাফিনহা নাকি ইয়ামাল, তার জবাব মিলবে সোমবার রাতেই প্যারিসের মঞ্চে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement