রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ড হতাশা জনক

রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ড হতাশা জনক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আজ লজ্জাজনক পর্যায়ে পৌঁছেছে। উদাহরণ হিসেবে তিনি জানান, যন্ত্রাংশ তৈরি ও যুক্ত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছিল রাষ্ট্রনিয়ন্ত্রিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, অথচ তারা এখন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনে সীমাবদ্ধ।

একইভাবে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, যাদের গাড়ি তৈরির সক্ষমতা থাকা উচিত ছিল, তারা আজ কেবল গাড়ির ফিল্টার তৈরির চুক্তিতে আবদ্ধ। এসব চিত্র দেখে দুঃখজনকভাবে লজ্জা পেতে হয়।

গতকাল রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনে অনুষ্ঠিত ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান খান এবং হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আমাদের একটি স্পষ্ট মডেল তৈরির প্রয়োজন রয়েছে। শিল্পের সক্ষমতা বাড়াতে হলে মানসম্মত (স্ট্যান্ডার্ডাইজড) করতে হবে। খরচ নিয়ন্ত্রণে এনে উদ্বৃত্ত তৈরি করতে হবে। সাময়িক স্বার্থ বিসর্জন দিয়েই নিজেদের শিল্প খাতকে এগিয়ে নিতে হবে এবং একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে।

তিনি স্মৃতিচারণ করে বলেন, আমার বাবার প্রজন্মের ব্যবসায়ীদের মধ্যে প্রচুর উদ্যোগ ও সাহসিকতা ছিল, যা বর্তমানে অনুপস্থিত। যাদের হাতে সম্পদ ও সামর্থ্য রয়েছে, তারা নতুন কিছু শুরু করার চেয়ে ভোগে বেশি আগ্রহী। বরং নতুন উদ্যোগ না নেওয়ার পেছনে তারা নানা অজুহাত খুঁজে বেড়ান।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement