মাত্র দুই পুরি কম পেয়ে রাস্তায় বসে অবরোধ নারীর

মাত্র দুই পুরি কম পেয়ে রাস্তায় বসে অবরোধ নারীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

ভারতের গুজরাটের ভাদোদারায় ঘটেছে এক বিচিত্র ঘটনা। মাত্র দুইটি পানিপুরি কম দেওয়ায় এক নারী বসে পড়েন সড়ক অবরোধে। জানা যায়, ২০ টাকায় ৬টি পানিপুরি দেওয়ার কথা থাকলেও তাকে পরিবেশন করা হয় মাত্র চারটি। সম্প্রতি এনডিটিভির ভিডিও প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নারীটি রাস্তার মাঝেই বসে সাফ জানিয়ে দেন  “২০ টাকায় ৬টা পুরি চাই, এর কম হলে মেনে নেব না।” প্রথমে পথচারীরা হতবাক হয়ে যান, পরে অনেকে মোবাইলে ভিডিও ধারণ শুরু করেন। অবরোধের কারণে যানজটও তৈরি হয়, আর গাড়িচালকদের পক্ষে তাকে এড়িয়ে যাওয়াই ছিল একমাত্র উপায়।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। দীর্ঘ সময় অবরোধ চলার পর তাকে সরানো সম্ভব হয়। তবে শেষ পর্যন্ত তিনি ছয়টি পানিপুরি পেয়েছিলেন কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই এবং একদিকে হাস্যরস, অন্যদিকে ব্যঙ্গ-বিদ্রূপের জন্ম দেয়।

সূত্র : গালফ নিউজ

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement