আজিমপুরে হাজি সেলিমের বাড়িতে অভিযান, ৬ বিলাসবহুল গাড়ি উদ্ধার

আজিমপুরে হাজি সেলিমের বাড়িতে অভিযান, ৬ বিলাসবহুল গাড়ি উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের বাসায় রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।

অভিযান শুরুর পর ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে মোট ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

অভিযান সূত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সূত্র জানায়, হাজি সেলিমের ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষে গাড়িগুলো রাখা ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী অভিযান শেষে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানাবে।

লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান সাংবাদিকদের জানান, “দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বাড়িতে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। বিষয়টি আমাদের জানানো হয়েছে। তবে সেখানে পুলিশের কোনো সদস্য নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছেন।”

সূত্রের তথ্য অনুযায়ী, গাড়িগুলো উদ্ধার করা হয়েছে ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ নামের ওই ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে। উদ্ধারকৃত গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সাবেক সংসদ সদস্যের লোগোও রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement