সাংবাদিককে ল/টকায় রাখতে চায় রামপুরার এসি হাসান !

Published : ২১:০৩, ৫ অক্টোবর ২০২৫
"নেক্সট টাইম ওকে পেলে গাড়ির সাথে লটকায়ে রাখবা" -বাংলানিউজের সাংবাদিক তোফায়েলকে পুলিশের ট্রাফিক ডিভিশন রামপুরার এসি বলছেন।
ঘটনাটা কিছুখন আগের। সাধারণত যারা ডিজিটাল প্লাটফর্মে কাজ করে তাদের অফিস থেকে বাইক প্রোভাইড করা হয়। পেপার্স ও সব অফিসেই থাকে। এগুলো নরমালি পুলিশের লেকেদের জানার কথা।
না জানলেও সাংবাদিক পরিচয়ে কথা বলার পর ও সাংবাদিককে লটকিয়ে রাখতে চান রামপুরার এসি ট্রাফিক এবং টিআই সাহেব।
এসময় অন্তত ১৫ মিনিট ধরে ওই সাংবাদিককে খুব আপত্তিকর ভাষায় গালিগালাজ করে পুলিশের রামপুরার এসি ট্রাফিক এবং টিআই! পরে অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের সাথেও খারাপ ব্যবহার করে তারা।
বিডি/এএন