রাজধানীর তেজগাঁও এলাকায় কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের স্টার কাবাব সংলগ্ন গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মুছাব্বিরের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় নাম-পরিচয় অজানা ৩ থেকে ৪ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, নিহত মুছাব্বিরের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ সেখানে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পাশের গলিতে এই গুলির ঘটনা ঘটে।
ওই হামলায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হলেন কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

































