লুঙ্গি পরিহিত জাহাঙ্গীর শেখের ঘাসের বস্তায় ৫১ হাজার মার্কিন ডলার

Published : ০০:০১, ১৬ আগস্ট ২০২৫
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সীমান্তবর্তী ফাশিতলা এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে। অভিযানে তার কাছ থেকে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। বিজিবি জানায়, আটককৃতের পরিহিত লুঙ্গির ভাঁজে রাখা একটি ঘাসের বস্তার মধ্যে ডলারগুলো ছিল। এছাড়া তার কাছ থেকে একটি বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার হওয়া ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা বলে প্রাথমিকভাবে বলা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের লেফট্যানেন্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচারের খবর পাওয়ার পর বিজিবি ফাশিতলা এলাকায় টহল দিচ্ছিল। দুপুরের দিকে বাইসাইকেলে করে ঘাসের বস্তা নিয়ে আসা একজনকে সন্দেহজনক মনে হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। সে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরে বস্তায় তল্লাশি চালিয়ে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডলারগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য ছিল। এই ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া ডলার আদালতের নির্দেশে মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে। বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই অভিযান সীমান্তে মুদ্রা পাচার রোধে বিজিবির কার্যক্রমের অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে। অভিযানটি স্থানীয় জনগণ ও সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে।
BD/AN