মার্কিন মাটিতে পা রাখলেই কি গ্রেপ্তার হবেন পুতিন?

মার্কিন মাটিতে পা রাখলেই কি গ্রেপ্তার হবেন পুতিন?

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১০, ১৫ আগস্ট ২০২৫

হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৩ সালের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগে বলা হয়, ইউক্রেন যুদ্ধ চলাকালে বিপুলসংখ্যক ইউক্রেনীয় শিশুকে অবৈধভাবে রাশিয়ায় স্থানান্তর ও পুনর্বাসন করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

এই পরোয়ানা কার্যকর করতে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা প্রয়োজন। রোম চুক্তির অধীনে গঠিত আদালতটি ২০০০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্বাক্ষর পেলেও, সিনেট কখনো চুক্তি অনুমোদন দেয়নি। ফলে যুক্তরাষ্ট্র আইসিসির আইনি বাধ্যবাধকতার আওতায় পড়ে না।

আইন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র চাইলে রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে পুতিনকে গ্রেপ্তার করতে পারে, তবে আইনি বাধ্যবাধকতা না থাকায় সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং এমন পদক্ষেপ মার্কিন-রুশ সম্পর্ককে চরমভাবে উত্তপ্ত করতে পারে। এ কারণে পুতিন যুক্তরাষ্ট্র সফরে গেলে তার গ্রেপ্তারের সম্ভাবনা বাস্তবে প্রায় নেই বললেই চলে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement