পুতিন-ট্রাম্প শীর্ষ বৈঠক: আলাস্কার পথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট

পুতিন-ট্রাম্প শীর্ষ বৈঠক: আলাস্কার পথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৯, ১৫ আগস্ট ২০২৫

ওয়াশিংটন, ১৫ আগস্ট – বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আলাস্কায়। আজ শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় অনুযায়ী এটি রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে।

ট্রাম্প এক বিবৃতিতে জানান, অসংখ্য মানুষের জীবন রক্ষার উদ্দেশ্যে তিনি এই বৈঠকে অংশ নিচ্ছেন। তার দাবি, লক্ষ্য হবে দ্রুত যুদ্ধ বন্ধের সমাধান খোঁজা। তিনি বলেন, “আমার ব্যক্তিগত স্বার্থে নয়, মানবিক কারণে এই পদক্ষেপ নিচ্ছি। আমি চাই আমার দেশকে শান্তিপূর্ণ পথে এগিয়ে নিতে।”

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, আলোচনায় অগ্রগতি না হলে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে পুতিন যদি যুদ্ধবিরতিতে সম্মত হন, তাহলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে যুক্তরাষ্ট্র আগ্রহী হবে। তার ভাষায়, “যুক্তরাষ্ট্র বাণিজ্যের অন্যতম কেন্দ্র, রাশিয়াকেও এই সুযোগ দেওয়া হবে যদি তারা যুদ্ধ বন্ধ করে।”

বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকের ফলাফল কেবল রাশিয়া ও যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক কূটনীতির ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement