পাগলা ঘোড়ার আকস্মিক হামলায় কবি হাসপাতালে,

Published : ১৩:১৯, ৭ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরের বোয়ালমারীতে এক পাগলা ঘোড়ার আকস্মিক হামলায় কবি, সাহিত্যিক এবং সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ গুরুতরভাবে আহত হয়েছেন।
রোববার সকালে ‘প্রভাতী সংঘ’ ব্যানারের অধীনে হাঁটতে বের হওয়ার সময় উপজেলার গেটের সামনে তিনি এ দুর্ঘটনার শিকার হন। জানা গেছে, একই ঘোড়া সরকারি কলেজের গেটের সামনে আগে আরও কয়েকজনকে কামড় দিয়ে আহত করেছিল। মোট পাঁচজন এই ঘোড়ার কামড়ে আহত হয়েছেন।
আহত কাজী হাসান ফিরোজ জানান, “প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ পাগলা ঘোড়া লাফিয়ে এসে আমাকে ফেলে দেয় এবং কোমরে কামড় দেয়। ফলে রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় বিশ্রামে আছি।”
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নাজমুন হাসান জানান, আহতদের ব্যথানাশক ও টিটেনাস ইনজেকশন প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঘোড়ার মালিক কে, তা শনাক্তের চেষ্টা চলছে।”
BD/AN