পারিবারিক দ্বন্দ্বে রূপ নিল খুন: মেয়ে হত্যা করলো মা

Published : ১২:২২, ৯ সেপ্টেম্বর ২০২৫
সাতক্ষীরার কালিগঞ্জে এক পারিবারিক কলহের ছায়ায় ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা ৬৫ বছর বয়সী ফাতেমা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে মেয়ে, জামাই ও দুই নাতনিকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন। জানা গেছে, নিহত ফাতেমা বেগম কাকশিয়ালী গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।
ঘটনার সূত্রপাত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে। দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের সঙ্গে তার মেয়ে খালেদা বেগমের পারিবারিক বিরোধ চলছিল। সেই বিকেলে খালেদা বেগম তার স্বামী আফজাল, মেয়ে সাজেদা ও সুমাইয়া এবং ছেলে আব্দুল্লাহকে নিয়ে মাতৃবাড়িতে যান। কথাকাটাকাটির একপর্যায়ে তারা লাঠি দিয়ে বেগমকে এলোপাথাড়ি পেটাতে থাকেন। পরে গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে রাস্তার পাশে ফেলে চলে যান।
পরবর্তীতে তার বোন সেলিনা বেগম তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ফাতেমা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা পুলিশি পদক্ষেপ ত্বরান্বিত করতে চাপ দিচ্ছেন।
BD/AN