ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। তিনি বলেন, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল তা অব্যাহত রেখেছে। প্রশাসনকে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরহাদ জানান, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের প্রবেশ বাধাগ্রস্ত করা হচ্ছে। প্রশাসন সমস্ত অভিযোগের ক্ষেত্রে নীরব থাকায় নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েমও একই অভিযোগ তুলে বলেন, ভোটার, প্রার্থী ও নির্বাচন কমিশনের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি উল্লেখ করেন, অনেক বহিরাগত ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে, যা প্রশাসনের নজরদারিতে আরও গুরুত্বের দাবি রাখে।
টিএসসি কেন্দ্রে সকাল থেকে দীর্ঘ লাইনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার অপেক্ষা করতে দেখা গেছে। প্রবেশকালে শুধুমাত্র আইডি কার্ডধারী শিক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারছে। তবে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে কেন্দ্রের ভিতরে প্রবেশ নিষিদ্ধ। এছাড়াও ভোটকেন্দ্রে প্রার্থীদের প্রতিনিধিরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন।
নির্বাচনকে ঘিরে এ ধরণের অভিযোগ সত্ত্বেও শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে আগ্রহী, তবে প্রশাসনের তৎপরতা ও নীরবতা নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তার প্রশ্নে জায়গা তৈরি করেছে।