সৌদি আরব সরকার ওমরাহ ভিসার মেয়াদ সংক্রান্ত নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ তিন মাসের পরিবর্তে এক মাস করা হয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই নতুন এই নিয়ম কার্যকর হবে।
তবে হজ ভিসার মেয়াদে কোনো পরিবর্তন আসেনি—এটি আগের মতোই তিন মাস থাকবে।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো ওমরাহযাত্রী সৌদি আরবে প্রবেশের জন্য নিবন্ধন না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ওমরাহ ভিসা ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর করার উদ্দেশ্যে।
ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, বিশেষ করে শীতকালে ওমরাহ পালনের জন্য মুসল্লিদের ভিড় বেড়ে যায়। এ ভিড় নিয়ন্ত্রণ ও দুই পবিত্র শহরে শৃঙ্খলা বজায় রাখতে মেয়াদ এক মাসে নামিয়ে আনা হয়েছে।
এর আগে চলতি মাসেই সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট ও কর্মভিসাধারীরাও এখন ওমরাহ পালন করতে পারবেন।
এই পদক্ষেপ সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য—ওমরাহযাত্রীদের জন্য সহজতর সেবা ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করার অংশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 
				 
						
 
											 
											 
											 
											































