প্রতারণাকে ‘না’ বলছেন রুমিন ফারহানা

প্রতারণাকে ‘না’ বলছেন রুমিন ফারহানা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৯, ৩১ অক্টোবর ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, দীর্ঘ ২৭০ কার্যদিবসের আলোচনার পরও ভিন্নমত বা ‘ডিসেন্টিং পয়েন্ট’গুলো স্পষ্টভাবে প্রকাশ না করে একটি আদেশ জারির ঘোষণা জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা।

তিনি বলেন, “এই প্রতারণাকে আমরা স্পষ্টভাবে ‘না’ বলছি।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “যে সাংবিধানিক প্রশ্নটি ভোটে উপস্থাপন করা হবে, সেখানে বিভিন্ন দলের মতভেদ বা বিরোধী মতামতগুলো সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। ফলে এটি একটি একতরফা সিদ্ধান্তে পরিণত হয়েছে।”

রুমিন ফারহানা জানান, বিএনপি শুরু থেকেই প্রস্তাব করেছিল যাতে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হয়। কিন্তু এই বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি কিংবা আলোচনার সুযোগও রাখেনি।

গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হলে বিএনপির অবস্থান কী হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি সরকার নির্বাচনের আগে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপি সময়মতো দলীয় পর্যায়ে আলোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেবে।”

তিনি সতর্ক করে দেন, “যদি ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন কোনো কারণে পেছানো হয়, অথবা দ্রুত নির্বাচনের প্রক্রিয়া শুরু না হয়, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে শক্তি থাকা উচিত, সেটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে।”

দেশের সাধারণ মানুষের বাস্তব পরিস্থিতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “বাংলাদেশের জনগণের মূল ভাবনা এখন সংসদ, গণভোট বা উচ্চকক্ষ নিয়ে নয়। তাদের প্রধান চিন্তা— বাজারে নিত্যপণ্যের দাম, সাশ্রয়ী মূল্যে খাবার পাওয়া, চিকিৎসাসেবা, ওষুধের সহজলভ্যতা, শিক্ষার মান, কর্মসংস্থান এবং বিদেশে গিয়ে রোজগারের সুযোগ নিয়ে। এগুলোর সঙ্গে তাদের প্রতিদিনকার জীবন সরাসরি সম্পর্কিত।”

তিনি মনে করেন, যেহেতু গণভোটের বিষয়টি সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তাই এই বিষয়ে ভোট হলে ‘না’ ভোটের জয়লাভের সম্ভাবনাই বেশি থাকবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement