জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ আজকের মধ্যেই জারি করা হয়। তার মতে, এই পদক্ষেপ দেশের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর কাফরুল উত্তর থানায় জামায়াতের মহিলা বিভাগের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি বলেন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কারচুপি, কেন্দ্র দখল বা সন্ত্রাসের মতো অনিয়মের সুযোগ থাকবে না।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো—এই নীতির ভিত্তিতেই আমরা গণভোটের দাবি তুলেছি। পিআর পদ্ধতি চালু হলে আর ডাকাতি বা গুন্ডামির জায়গা থাকবে না। দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আগে শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ তৈরি করা অত্যাবশ্যক। তার ভাষায়, “যদি নির্বাচনপূর্ব পরিবেশ সুষ্ঠু রাখা যায়, তবে দেশের মানুষ নিশ্চিন্তে, ভয়ভীতিহীনভাবে ভোট দিতে পারবে—তখনই প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”

 
				 
						
 
											 
											 
											 
											






























