সাম্প্রতিক কয়েক মাস ধরে টি–টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের বাইরে থাকলেও চলমান বিপিএলে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
আসরের শুরু থেকেই ছন্দে আছেন তিনি। প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির পর শনিবার দ্বিতীয় ম্যাচেও খেলেছেন কার্যকর ইনিংস, করেছেন ৩৭ রান। ধারাবাহিক এই পারফরম্যান্স আবারও আলোচনায় এনেছে তাকে।
এমন ফর্মে থাকার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজেকে দেখছেন কি না শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে স্পষ্ট জবাব দেন তিনি। শান্ত বলেন, নির্বাচন বা বিশ্বকাপ দলে থাকা–না থাকা নিয়ে তিনি মোটেও ভাবছেন না। তার ভাষায়, এসব বিষয় তার নিয়ন্ত্রণে নয়। তিনি পুরোপুরি মনোযোগ দিচ্ছেন কীভাবে নিয়মিতভাবে রান করতে পারেন এবং দলের জন্য ধারাবাহিক অবদান রাখতে পারেন।
তিনি আরও জানান, তার একমাত্র লক্ষ্য নিজের পারফরম্যান্সে উন্নতি করা। নির্বাচনের বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিয়ে তিনি নিজের কাজটাই করতে চান।
গত বিপিএলে খুব একটা স্বস্তিতে ছিলেন না শান্ত। ফরচুন বরিশালের হয়ে শুরুতে কয়েকটি ম্যাচে সুযোগ পেলেও শেষ দিকে একাদশে জায়গা হারান। পুরো আসরে মাত্র পাঁচটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি, যেখানে পাঁচ ইনিংসে তার সংগ্রহ ছিল মোটে ৫৬ রান। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না হওয়ায় টুর্নামেন্টটা তার জন্য হতাশাজনকই ছিল।
তবে চলতি বিপিএলে যেন নতুন করে নিজেকে ফিরে পেয়েছেন শান্ত। ব্যাটিংয়ে আত্মবিশ্বাস, শট নির্বাচন ও মানসিক দৃঢ়তা—সব মিলিয়ে আগের চেয়ে অনেক বেশি পরিণত দেখাচ্ছে তাকে।
এ বিষয়ে শান্ত বলেন, ভাগ্যে যা আছে সেটাই হবে। তার কাজ শুধু ভালো খেলা এবং রান করা। সুযোগ এলে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাহলে আবারও নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। ধারাবাহিক পারফরম্যান্স দিয়েই তিনি সামনে এগোতে চান—এটাই তার মূল লক্ষ্য।


































