হাদি হত্যার বিচারের দাবীতে শাহবাগ থেকে যমুনা ও সংসদ ঘে রা ও য়ে র হুঁ শি য়া রি দিলো ইনকিলাব মঞ্চ

হাদি হত্যার বিচারের দাবীতে শাহবাগ থেকে যমুনা ও সংসদ ঘে রা ও য়ে র হুঁ শি য়া রি দিলো ইনকিলাব মঞ্চ ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ১৮:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংগঠনটি যেকোনো সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে।

আজ শুক্রবার রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।তিনি বলেন, সরকার পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ বা দৃশ্যমান অগ্রগতি না থাকায় বাধ্য হয়েই তারা কঠোর কর্মসূচির দিকে যেতে প্রস্তুত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন রাজপথেই চলবে বলে জানান তিনি। হত্যাকাণ্ডের প্রেক্ষাপট

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর থেকেই তার খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেশব্যাপী আন্দোলন চালিয়ে আসছে ইনকিলাব মঞ্চ।

শাহবাগে অবস্থান কর্মসূচি হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে গেলে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হলেও পরে পুনরায় শাহবাগে অবস্থান নেয় নেতাকর্মীরা। সংগঠনের দাবিসমূহ ইনকিলাব মঞ্চের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন

গোয়েন্দা সংস্থায় সক্রিয় আওয়ামী দোসরদের অপসারণ আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ
সার্বিক পরিস্থিতি বর্তমানে শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement