ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৪, ৩ অক্টোবর ২০২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। শুক্রবার ভোরে পেজটি হ্যাক হওয়ার পর ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকাররা একটি পোস্ট দিয়ে স্পষ্ট জানায়, তারা ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ন্ত্রণে নিয়েছে। যদিও পেজের নাম অপরিবর্তিত রাখা হয়েছে, তবে প্রোফাইল ছবি ও কভার ছবি পরিবর্তন করে হ্যাকাররা নিজেদের পরিচয় প্রকাশ করে। ‘Team MS 47OX’ নামের একটি হ্যাকার গ্রুপ এই হামলার দায় স্বীকার করে জানায়, ইসলামী ব্যাংকের ডিজিটাল কার্যক্রম তাদের পর্যবেক্ষণে রয়েছে এবং অচিরেই ফেসবুক পেজ ও ওয়েবসাইটে আরও বড় ধরনের হামলা চালানো হবে।

ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ ভোরে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ব্যাংকের আইটি টিম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে।”

এদিকে এই ঘটনার পর থেকেই গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই পেজে অস্বাভাবিক পোস্ট ও ছবি দেখতে পেয়েছেন এবং ফেসবুকের মন্তব্য বিভাগে নিজেদের অ্যাকাউন্ট ও লেনদেনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন।

তবে এখন পর্যন্ত ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে, এই হ্যাকিংয়ের কারণে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট আইটি টিম।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement