স্বর্ণের রেকর্ডের পর রূপার দামও বেড়েছে

Published : ০০:৪৩, ১০ অক্টোবর ২০২৫
নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের রেকর্ড মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে রূপার দাম বৃহস্পতিবার প্রতি আউন্সে ৫০ ডলারের ওপরে পৌঁছেছে, যা ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো দেখা গেল।
রূপার দাম দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৫০.০৩৪১ মার্কিন ডলার। এটির আগের দিনই স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্সে ৪,০০০ ডলার অতিক্রম করেছিল। স্বর্ণকে সাধারণত নিরাপদ সম্পদ হিসেবে গণ্য করা হয়। চলতি বছরে ভূ-রাজনৈতিক অস্থিরতা, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিমূল্যায়িত হওয়ার আশঙ্কার কারণে স্বর্ণের মূল্য প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে। ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ৪৫০ দিরহামে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে গ্রামপ্রতি ৪৮৬.৫ দিরহামে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে দুবাই জুয়েলারি গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রূপার এই মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।
বিডি/এএন