অর্থনীতি স্বস্তিতে, বড় সিদ্ধান্ত নেবে নতুন সরকার

Published : ১৮:৩৭, ৭ অক্টোবর ২০২৫
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তিতে রয়েছে। তিনি বলেন, “অর্থনৈতিক পরিস্থিতি আমাকে সন্তোষজনক মনে হচ্ছে, তাই আমরা মোটামুটি আত্মবিশ্বাসী।”
মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
দারিদ্র্যের হার বেড়ে যাওয়ার বিষয়ে বিশ্বব্যাংকের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি বলেন, “আমি তাত্ত্বিক বিশ্লেষণে এখন যাবো না। দারিদ্র্য প্রকৃতপক্ষে বেড়েছে নাকি আছে, তা বোঝার জন্য বিশদ ব্যাখ্যার প্রয়োজন। আমি জানি তারা কিভাবে দারিদ্র্য পরিমাপ করে, বেজ আছে, ক্লায়েন্ট আছে।”
অর্থনীতির স্বস্তি নিয়ে আরও প্রশ্ন করা হলে তিনি বলেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। এজন্যই আমরা মোটামুটি আত্মবিশ্বাসী।” তবে অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত মন্তব্য তিনি এসময় এড়িয়ে যান।
আমেরিকার শুল্ক সংক্রান্ত প্রশ্নে অর্থ উপদেষ্টা জানান, “শুল্ক ইতিমধ্যেই কার্যকর হয়েছে। যেটা নির্ধারণ করা হয়েছিল, তা ইতিমধ্যেই প্রভাব ফেলেছে। চার বিলিয়ন ডলার আমরা ইতিমধ্যেই প্রদর্শন করেছি।”
নতুন পে-স্কেল সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেটা পরে এক সময় আমি দেখবো। যাওয়ার আগে আমি বিষয়টি জানাবো।”
চীন থেকে ২০টি ফাইটার জাহাজ কেনার বিষয়ে সাংবাদিকের প্রশ্নে তিনি মন্তব্য এড়িয়ে যান। সাংবাদিকরা পুনরায় জানতে চাইলে তিনি বলেন, “জানলেই কি সবকিছু বলতে হবে?”
ফাইটার জাহাজ কেনার প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, “ওটা তাদের সিদ্ধান্ত। আমরা সেই প্রক্রিয়ায় নেই। আমি কেবল অর্থসংস্থান বিষয়ক দায়িত্বে আছি।”
ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সম্ভাব্য আলোচনা বিষয়ে তিনি বলেন, “আইএমএফের পাইপলাইনে আরও অর্থ আছে। এআইডিবি ও ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে চলমান কমিটমেন্ট অনুযায়ী দুইটি চুক্তি সই হবে। বাকি বিষয়ে ফলোআপ হবে, তবে নতুন সরকার আসার পর প্রধান সিদ্ধান্ত তারা নেবে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আমরা খুব খোলাখুলি আলোচনা করব না। নতুন সরকার আসার পর বড় মেজর সিদ্ধান্তগুলো তাদের হাতে থাকবে।”
বিডি/এএন