ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের-যে তিন দফা দাবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের-যে তিন দফা দাবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১১, ১৮ সেপ্টেম্বর ২০২৫

প্রায় এক বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। গত সোমবার সরকার প্রথমবারের মতো সামনে এসে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরেছে। দীর্ঘদিনের আড়াল থেকে বেরিয়ে কর্তৃপক্ষের এমন পদক্ষেপকে আমরা শিক্ষার্থীরা সাধুবাদ জানাচ্ছি। আমরা কর্তৃপক্ষের এ কার্যক্রমকে নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য মাইলফলক হিসেবে বিবেচনা করছি।

ইতিমধ্যে প্রথমবারের মতো প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু হয়েছে। চলতি মাসের মধ্যে ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কার্যত যাত্রা শুরু করেছে।

সরকারের নির্দেশনায় এসব কার্যক্রম বাস্তবায়নে সরাসরি ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। কৃতজ্ঞতা জানাচ্ছি পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যারের প্রতি, যার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় আমাদের স্বপ্ন এখন বাস্তবতার দ্বারপ্রান্তে রয়েছে।

আমরা আরও ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার স্যারকে, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ স্যারকে, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান স্যারকে। তানজীমউদ্দিন স্যারের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা থাকবে। সাত কলেজের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। এ ছাড়া এ কার্যক্রমের সঙ্গে জড়িত সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে।

কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে জানাচ্ছি, সরকারের সোমবারের ব্রিফিংয়ে শিক্ষার্থীদের সবচেয়ে বড় দাবি—নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, সনদ এবং লোগোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে।

অধ্যাদেশ জারির বিষয়ে সেপ্টেম্বরের কথা বলা হলেও নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি। অধ্যাদেশের বিষয়ে এর আগেও আমাদের একাধিক আল্টিমেটামে কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে কালক্ষেপণ করা হচ্ছে কি না, তা নিয়ে আমাদের আশঙ্কা হচ্ছে।

সরকারের ব্রিফিংয়ে এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না থাকায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে। তাই পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি, অধ্যাদেশের পর ভিসি-প্রক্টর নিয়োগসহ তিন দফা দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আমাদের তিন দফা দাবি হলো:
১. প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ/আইন আগামী ২৬ আগস্টের মধ্যে জারি করতে হবে। অধ্যাদেশ প্রস্তুতে সহায়তা করতে সরকারকে ডেডিকেটেড কমিটি করে দিতে হবে।
২. অধ্যাদেশ জারির পর ভিসি-প্রক্টরসহ প্রশাসনিক বডি নিয়োগ করে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে হবে।
৩. বর্তমান শিক্ষার্থীদের ঢাবি থেকে অফিসিয়ালি নতুন বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করে তাদের পরিচয় নিশ্চিত করতে হবে।

তিন দফা দাবি বাস্তবায়নে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার স্যারের সঙ্গে আজকেই সাক্ষাৎ করতে চাই। স্যারের সঙ্গে দেখা করে আমরা স্যারকে ধন্যবাদ দিতে চাই এবং আমাদের যৌক্তিক তিন দফা দাবির বিষয়ে অবগত করতে চাই। স্যারের সঙ্গে সাক্ষাতের পূর্ব পর্যন্ত ও আমাদের দাবি বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এ কর্মসূচির ধারাবাহিকতা আমরা চালিয়ে নেবো

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement