ঢাবি ছাত্রদলের দাবি, আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

ঢাবি ছাত্রদলের দাবি, আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে আজান বন্ধ ছিল বলে ‘ভিত্তিহীন দাবি’ করার অভিযোগে ধর্মীয় বক্তা আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে হল ছাত্রদল। তাদের অভিযোগ, তিনি মসজিদের আজানকে কেন্দ্র করে ভুয়া তথ্য দিয়েছেন, যা শিক্ষার্থীদের ধর্মীয় আবেগে আঘাত করেছে এবং সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাবির মুহসীন হলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতাকর্মীরা এ দাবি তোলেন। এ সময় উপস্থিত ছিলেন মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক আবুজর গিফারী ইফাত, সদস্যসচিব মনসুর রাফি, যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম আকন্দ, মো. জনি প্রমাণিক, মোয়াজ শাহরিয়ায়সহ কার্যনির্বাহী কমিটির কয়েকজন নেতা।

ছাত্রদল সদস্যসচিব মনসুর রাফি বলেন, মুহসীন হল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসস্থল। এখানকার অধিকাংশ শিক্ষার্থী নিয়মিত মসজিদে আজানের মাধ্যমে নামাজ আদায় করে আসছেন।

অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আমির হামজা নামের এক বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী দাবি করছেন ছাত্রশিবির ডাকসু নির্বাচনে জেতার আগে মহসীন হলে আজান নিষিদ্ধ ছিল। বাস্তবে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

আমাদের হলে এমন মিথ্যা বক্তব্য শুধু শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেনি, বরং বাইরের মানুষদের কাছেও ভুল ধারণা তৈরি করেছে।

তিনি আরও বলেন, আমরা মুহসীন হলের শিক্ষার্থীরা ধর্মের আড়ালে ছড়ানো এই অসত্য, বানোয়াট ও রাজনৈতিক বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ধর্মকে হাতিয়ার বানিয়ে অপরাজনীতি করার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি দেশবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানাই, যেন ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীকে চিহ্নিত করা যায়।

শেষে তিনি বলেন, এই ধরনের ঘৃণ্য ও মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে হল প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আনুষ্ঠানিকভাবে এ বক্তব্যের নিন্দা জানিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement